গুরুত্বপূর্ণ লিংক
প্রতিষ্ঠান পরিচিতি
বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, কেওয়াটখালী, ময়মনসিংহ একটি প্রাচীন বিদ্যাপীঠ হিসাবে সকলের নিকট অতি পরিচিত। ১৯২৫ খ্রিঃ এই বিদ্যাপীঠটি প্রতিষ্ঠিত হয় এটি সম্পূর্ণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেল মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত। বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রাম এর মহাব্যবস্থাপক/পূর্ব মহোদয়ের অধীন। এটি একটি সম্পূর্ণ সরকারি প্রতিষ্ঠান। বিদ্যালয়ের যেকোন প্রকার আদেশ-নির্দেশ একমাত্র বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রাম নিয়ে থাকে। বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, কেওয়াটখালী, ময়মনসিংহ এর সুনাম বেশ। এখান থেকে শিক্ষিত হয়ে দেশে ও দেশের বাইরে অনেক শিক্ষার্থীর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চ পদে কর্মরত আছে। এ সুনাম শুধু একা বিদ্যালয় কর্তৃপক্ষের নয় বরং এ সুনাম অত্র এলাকার এবং দেশের। পড়াশুনার পাশাপাশি বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এখানকার শিক্ষার্থীদের বেশ সুনাম রয়েছে । এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ, নির্দেশ, কারিকুলাম ও সিলেবাস অনুযায়ী পরিচালিত হয়ে আসছে। বর্তমানে বিদ্যালয়ের অবকাঠামোগত বেশ উন্নয়ন সাধন হয়েছে এবং অচিরেই আরো উন্নতি সাধিত হবে বলে আশা করা যাচ্ছে। প্রতিটি শিক্ষার্থীকে সৎ, শিক্ষিত, কর্মঠ সুযোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে এ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষক/শিক্ষিকা এবং কর্মচারীরা বদ্ধ পরিকর। বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর একদিন একটি সুন্দর ও সোনার বাংলাদেশ গড়ার কারিগর হিসাবে গড়ে উঠবে বলে প্রতিটি বিদ্যালয় কর্তৃপক্ষ আশা করে।
Copyright © 2025 |Bangladesh Railway Govt. High School,Mymensingh . Powered by: Anandasoft